প্রকাশিত: Sat, Jun 8, 2024 12:58 PM
আপডেট: Sun, Jan 25, 2026 6:10 PM

বঞ্চিতদের ভরসা কেবল তুমি, তুমিই স্রষ্টা

সুমন্ত আসলাম

বঞ্চিতদের ভরসা কেবল তুমি, তুমিই স্রষ্টা। কাউকে তো কোনো প্রশ্ন করা যায় না, সাহস হয় না দু’একটা করলেও সঠিক কোনো উত্তর মেলে না। স্রষ্টা, আজ একটা প্রশ্ন করব তোমাকে কেন কর দিই আমরা? [১] আমাদের সরকারি হাসপাতালে ভালো পরিবেশে ভালো চিকিৎসা হয় বলে? [২] আমাদের ফুটপাতগুলো দখলমুক্ত, সেখান দিয়ে ইচ্ছেমতো হাঁটতে পারি বলে? [৩] সাধারণ মানুষকে সেবা দেওয়া অফিসগুলোতে ঘুষ ছাড়াই আমরা কাজ করতে পারি বলে? [৪] ক্ষমতায় থাকা রাজনীতিবিদরা আমাদের মঙ্গল চিন্তায় রাতে ঘুমান না বলে? [৫] কথা বলার ব্যাপক স্বাধীনতা আছে বলে? [৬] খাবারে কোনো ভেজাল নেই আমাদের দেশে, সেজন্যে? 

[৭] চমৎকার একটা শিক্ষানীতি আছে বলে? [৮] আমাদের দেশে কোনো দুর্নীতিবাজ নেই বলে? [৯] সব বিষয়ে আমরা খুব শান্তিতে আছি বলে? [১০] স্রস্টাকে আপাতত আর কোনো প্রশ্ন করতে ইচ্ছে করছে না আমার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ক্লাসে ছোটকালে মদন মোহন তর্কালঙ্কারের শিশুশিক্ষা থেকে আমরা শব্দ করে পড়তাম কর কর তার সাথে ছন্দ মিলিয়ের বলতাম মাস্টার সাহেবের ঘাড়ে চর শৈশবের সেই বেয়াদবির ফল সেই কর এখন মানে বদলিয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছে। কী, ঘাড়টা ব্যথা করে না হঠাৎ হঠাৎ? ৫-৩-২৪। ফেসবুক থেকে